website template image

আমাদের সম্পর্কেঃ

“আইডিয়াল কল্যাণ সংস্থা” একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। যা ১লা জানুয়ারী ২০০৯ইং তারিখে মাগুরা জেলার শালিখা উপজেলার “আড়পাড়া আইডিয়াল স্কুল”-এর ১৯৯৬ইং সালের এস.এস.সি ব্যাচের কয়েকজন বন্ধু মিলে “৯৬ প্লাস এ কে-অপারেটিভ সোসাইটি” নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে সংস্থার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ও সরকারীভাবে রেজিস্ট্রেশনের প্রয়োজনে ১০-০৬-২০১৮ইং তারিখে সংস্থার নামকরণ “আইডিয়াল কল্যাণ সংস্থা” করা হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয় হতে ০৭-০৫-২০১৯ইং তারিখে, মাগুরা-৭২২/২০১৯ নম্বর-এর মাধ্যমে নিবন্ধন লাভ করে। সমাজের আর্ত-পীড়িত ও অসহায় মানুষের সেবা প্রদান, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে প্রতিবন্ধীদের অংশ গ্রহণ নিশ্চিত করণে কাজ করা ও স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধীদের এবং স্বল্প শিক্ষিত কিশোর, কিশোরী, বেকার যুবক ও নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিভিন্ন ট্রেডে বিষয় ভিত্তিক আর্ত-সামাজিক উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণসহ...... See More..

পরিচিতিঃ

সমাজের আর্ত-পীড়িত ও অসহায় মানুষের সেবা প্রদান করা। সমাজে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য, প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন ও সুশাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা ও আইনগত সহায়তা প্রদান করা এবং সরকারী সকল কর্মসূচির সাথে সমন্বয় করে কার্য সম্পাদন করা। See More..

ভিশনঃ

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সকল প্রকার তথ্য, যোগাযোগ, প্রযুক্তিগত দিক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা। যাতে তারা স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের আর্ত-সামাজিক উন্নযনে সরকারের কাজের অংশীদার হতে পারে।

মিশনঃ

মাগুরা জেলার বেকার যুবক ও নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধে, নারীর ক্ষমতায়ন সৃষ্টির লক্ষে আধুনিক প্রযুক্তি বিকাশে কাঙ্খিত জনগোষ্ঠীকে সম্মানজনক প্লাটফর্মে এনে সংবাদ পত্র, রেডিও, টেলিভিশন , ইন্টারনেটের মাধ্যমে প্রচার করতে সহায়তা করা।

আমাদের বিশেষত্ব

১. গরীব, অসহায় এতিম ও সুবিধাবঞ্চিতদের স্বল্প খরচে কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করা।
২. মাধ্যমিক স্কুল গুলোতে বাল্যবিবাহ ও যৌন হয়রানি বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রমের ব্যবস্থা করা। See More..

সাম্প্রতিক কার্যক্রমঃ

শীতবস্ত্র বিতরণ-২০২৫

স্থানঃ উপজেলা হল রুম, আড়পাড়া, শালিখা
তারিখঃ ২৯ জুানয়ারি-২০২৫ইং
সময়ঃ সকাল ১০.০০ টা
মোট উপস্থিতিঃ ৪০০ জন
প্রধান অতিথিঃ জনাব মনিষা কর্মকার, সহকারী কমিশনার (ভুমি), শালিখা উপজেলা,মাগুরা
বিশেষ অতিথিঃ মোছাঃ নাছিমা খাতুন, সমাজসেবা অফিসার, শালিখা উপজেলা, মাগুরা
বিশেষ অতিথিঃ মোঃ মুজিবর রহমান, প্রধান শিক্ষক, মুন্সী জিন্নাত আলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, আড়পাড়া, শালিখা, মাগুরা।
সভাপতিত্বঃ জনাব অলোক কুমার বসু, সভাপতি,আইডিয়াল কল্যাণ সংস্থা, শালিখা, মাগুরা
উপস্থপনাঃ মোঃ ফিরোজ কবির, ক্যাশিয়ার, আইডিয়াল কল্যাণ সংস্থা,শালিখা, মাগুরা
এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব তাজমিনুর রহমান টিটো, কার্যকরী কমিটির সদস্যগণ, জনাব রাইসুল ইসলাম প্রিন্স, মোঃ রনকুল ইসলাম, আকতারুজ্জামান এবং উপস্থিত সাধারণ জনগণ।
এ অনুষ্ঠানে নারী ২০০ জন, পুরুষ ১০০ জন, শিশু ৩০ জন, যুব ২০ জন, প্রবীণ ২০ জন এবং বুদ্ধি প্রতিবন্ধী ৩০ জন সহ সর্বমোট ৪০০ জন হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ-২০২৪

স্থানঃ উপজেলা হল রুম, আড়পাড়া, শালিখা
তারিখঃ ২০ জুানয়ারি-২০২৪ ইং
সময়ঃ সকাল ১০.০০ টা মোট উপস্থিতিঃ ৫০০ জন
প্রধান অতিথিঃ জনাব হরেকৃষ্ণ অধিকারি, নির্বাহী অফিসার, শালিখা উপজেলা, শালিখা, মাগুরা
বিশেষ অতিথিঃ জনাব উম্মে তাহমিনা মিতু, সহকারী কমিশনার (ভুমি), শালিখা উপজেলা,মাগুরা
বিশেষ অতিথিঃ মোছাঃ নাছিমা খাতুন, সমাজসেবা অফিসার, শালিখা উপজেলা, মাগুরা
বিশেষ অতিথিঃ মোঃ মুজিবর রহমান, প্রধান শিক্ষক, মুন্সী জিন্নাত আলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, আড়পাড়া, শালিখা, মাগুরা।
সভাপতিত্বঃ জনাব অলোক কুমার বসু, সভাপতি,আইডিয়াল কল্যাণ সংস্থা, শালিখা, মাগুরা
উপস্থপনাঃ মোঃ ফিরোজ কবির, ক্যাশিয়ার, আইডিয়াল কল্যাণ সংস্থা, শালিখা, মাগুরা এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি জনাব তাজমিনুর রহমান টিটো, কার্যকরী কমিটির সদস্যগণ, জনাব রাইসুল ইসলাম প্রিন্স, মোঃ রনকুল ইসলাম, আকতারুজ্জামান এবং বিশেষ নারী সদস্য তানিয়া তাহের কলি, শিরিনা আকতার পাপড়ি এবং উপস্থিত সাধারণ জনগণ।
এ অনুষ্ঠানে নারী ২০০ জন, পুরুষ ১০০ জন, শিশু ৩০ জন, যুব ২০ জন, প্রবীণ ২০ জন এবং বুদ্ধি প্রতিবন্ধী ৩০ জন সহ সর্বমোট ৪০০ জন হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ

২৪.০১.২০২২ইং তারিখে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা ফজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, ৩নং আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, মুন্সি জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমান ও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে শীতার্ত অসহায়, হতদরিদ্র এবং প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংস্থা পরিদর্শন

১০.০৬.২০২১ইং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কর্তৃক সংস্থা পরিদর্শন।

চেকআপ কর্মসূচি

জুনারী গ্রামে আইডিয়াল কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার চেকআপ কর্মসূচি - ডিসেম্বর-২০২০

পিপিই বিতরণ

কোভিড-১৯ ,আইডিয়াল কল্যাণ সংস্থার পক্ষ থেকে চিকিৎকদের পিপিই বিতরণ, মে-২০২০

মাস্ক ও লিফলেট বিতরণ

আইডিয়াল কল্যাণ সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের হাতে মাস্ক ও লিফলেট তুলে দেওয়া হয়, মে-২০২০

কম্বল বিতরণ

আইডিয়াল কল্যাণ সংস্থার উদ্দ্যোগে কম্বল বিতরণ করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সমাজসেবা অফিসার মোছাঃ নাছিমা খাতুন, জানুয়ারি-২০২০

ঈদের নতুন কাপড় বিতরণ

অসহায় মানুষের জন্য ঈদের নতুন কাপড় বিতরণ করেন আইডিয়াল কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ ও প্রধান সমন্বয়কারী মোঃ ফিরোজ কবির- জুন-২০১৯

কার্যনির্বাহী কমিটি

অলোক কুমার বসু

সভাপতি
০১৭১২১৮৪৪৭৮

মোঃ তাজমিনুর রহমান টিটো

সহ-সভাপতি
০১৭১১৭৩০৯১২

মোঃ নাহিদুল ইসলাম

সাধারণ সম্পাদক
০১৮১৬৪৬৩৯৩১

মোঃ আলম হোসেন বিশ্বাস

সহ-সাধারণ সম্পাদক
০১৮১৯৮৩১৬৬৬

মোঃ ফিরোজ কবির

কোষাধ্যক্ষ ও প্রধান সমন্বয়কারী
০১৭১২৬৪৩৪২০

মোঃ রাইসুল ইসলাম প্রিন্স

সদস্য
০১৭১৬৩২৩৭১৪

মোঃ আকতারুজ্জামান আকতার

সদস্য
০১৮১২৬২০২৬৬